‘নাগরিক সমাজে স্থিতিশীলতা নিশ্চিতেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’
৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১২
ঢাকা: ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার কমিটির সভাপতি ও সংসদ সদস্য মারিয়া এরেনার সঙ্গে বৈঠক করেছেন ব্রাসেলস সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ওই বৈঠকে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, শ্রম পরিবেশ, পোষাক খাত, রোহিঙ্গা সংকটসহ একাধিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে জানান যে, নাগরিক সমাজে স্থিতিশীলতা নিশ্চিতেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে এবং এই আইনের অধীনে মিডিয়া কর্মীদের বিরুদ্ধে অযৌক্তিক হয়রানি বা নিষেধাজ্ঞা আরোপের কোনো সুযোগ নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় এই তথ্য জানান হয়।
বার্তায় বলা হয়, ব্রাসেলস সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার কমিটির সভাপতি ও ইউরোপীয় সংসদ সদস্য মারিয়া এরেনার সঙ্গে এক বৈঠক করেন।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের উদ্দেশ্য সম্পর্কে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার কমিটির সভাপতি মারিয়া এরেনাকে ব্যাখ্যা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে অন্যান্য অনেক দেশের অভিজ্ঞতাকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে বাংলাদেশে এই আইনটি প্রনয়ণ করা হয়। এই সময় প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন যে সাধারণভাবে নাগরিক সমাজে স্থিতিশীলতা নিশ্চিতে এবং সাইবার জগতের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রতিরোধ করাই আইনটির উদ্দেশ্য।’
প্রতিমন্ত্রী আরো জোর দিয়ে বলেন যে, ‘এই আইনের অধীনে মিডিয়া কর্মীদের বিরুদ্ধে অযৌক্তিক হয়রানি বা নিষেধাজ্ঞা আরোপের কোনো সুযোগ নেই।’
বৈঠকে প্রতিমন্ত্রী মিয়ানমারের রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মারিয়া এরেনার সঙ্গে আলাপ করেন। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) জারি করা সাময়িক অস্থায়ী আদেশের পরিপ্রেক্ষিতে বিবৃতি জারির জন্য ইউরোপীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সুবিধার্থে বিভিন্ন মনিটরিং প্রক্রিয়াসহ এই ইস্যুতে ইউরোপের সমর্থন চান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার জোরদার করতে যে ব্যবস্থা নিয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দেন। এই সময় ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার কমিটির সভাপতি ও ইউরোপীয় সংসদ সদস্য মারিয়া এরেনা আরও নির্বাচনি সংস্কারের জন্য ইউরোপীয় ইউনিয়নের সুপারিশ মেনে চলার ওপর জোর দেন।
ইইউ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবাধিকার