যুক্তরাষ্ট্রের দিল্লি দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার
৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৬
ভারতের দিল্লিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের অভ্যন্তরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। ওই শিশু দূতাবাসের এক পরিচারিকার সন্তান। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য দেওয়া হয়।
দিল্লির ডেপুটি কমিশনার ইশা সিংহাল বলেন, দূতাবাসের স্টাফ কোয়ার্টারের বাইরে খেলছিল শিশুটি। তখন সে নির্যাতনের শিকার হয়। অপরাধীকে শনাক্ত করা হয়েছে।
দূতাবাসের কর্মকর্তারা এই ঘটনায় হতভম্ব হয়ে গেছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে থানায়। ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে বলে, এই অভিযোগে আমরা অত্যন্ত বিব্রত। তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশকে পুরোদমে সাহায্য করা হচ্ছে।
বিগত ২০১৮ সালে ভারতে ৩৩ হাজার ধর্ষণের অভিযোগ থানায় দায়ের হয়। প্রকৃত ধর্ষণের সংখ্যা আরও বেশি।