Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেসিস সফটএক্সপো’র দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়


৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৩

ঢাকা: রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ১৬তম বেসিস সফটএক্সপো-২০২০। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সফটএক্সপোর দ্বিতীয় দিনে মেলার স্টলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

‘ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন’ স্লোগানে শুরু হওয়া চারদিনের এই মেলা শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এক্সপোতে ৩০০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেলার উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

মেলায় আসা দর্শনার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্চয় কুমার বলেন, ‘মেলায় বিভিন্ন ইনোভেটিভ প্রজেক্ট শো দেখা যাবে, এটা অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য। তাছাড়া আমাদের মত যারা আউটসোর্সিংয়ে আগ্রহী তাদের জন্য এটা জানা ও শেখার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম।’

সরকারি ছুটির দিন হওয়ায় মেলায় অনেক অভিভাবক সন্তানকে নিয়ে এসেছেন। এমনই অভিভাবক বাড্ডার বাসিন্দা মো. হারুণ বলেন, ‘তথ্যপ্রযুক্তির প্রসারে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের জন্য এই মেলায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা লেখাপড়ার পাশাপাশি নানান রকম তথ্যপ্রযুক্তি নির্ভর কাজ করতে চায়, তারা এই মেলায় অংশগ্রহণ করা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কথা শুনে আরও বেশি অনুপ্রাণিত হতে পারবে। তরুণারাই হলো আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রত্যেক বাবা-মায়ের উচিৎ সন্তানকে ডিজিটাল শিক্ষায় আগ্রহী করতে এ ধরনের মেলায় নিয়ে আসা।’


ঘোষণা অনুযায়ী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকেই আইসিসিবিতে দেশি-বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলো তাদের স্টলগুলোতে নিজ নিজ পণ্য ও সেবা প্রদর্শন শুরু করেছে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, এবারই প্রথমবারের মতো বেসিস সফটএক্সপোর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। মেলায় ১০টি বিশেষ জোন রয়েছে। ৩০০টিরও বেশি তথ্য ও যোযোগাযোগ প্রতিষ্টান অংশ নিচ্ছে। সেমিনার অনুষ্ঠিত হবে ৩০টিরও বেশি। ২ হাজারের বেশি শিক্ষার্থীদের নিয়ে সবচেয়ে বড় আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের আয়োজনও থাকছে মেলায়। থাকবে ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটিভ প্রজেক্ট শো-কেসিং।

মেলায় অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় আউটসোর্সিং কনফারেন্স। ১০০ এরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন। মেলার বিস্তারিত তথ্য www.softexpo.com.bd ওয়েবসাইটে ভিজিট করে জানা যাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বেসিস সফটএক্সপো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর