বছরের এই মাসটাতে সবচে বেশি ফুল ফোটে, ফুলেরও ব্যবহার হয় সবচে বেশি। মাসজুড়েও লেগে থাকে নানা উৎসব-অনুষ্ঠান। বই মেলা, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও ২১ শে ফেব্রুয়ারি তো ফুলেরই উৎসব। রাজধানীর শাহবাগে রয়েছে এই ফুলের সবচেয়ে বড় বাজার। প্রতিদিন ভোরে বসে শাহবাগের পাইকারি ফুলের বাজার শেষ হয় সকাল ৮টার দিকে। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
ফেব্রুয়ারি জুড়ে জমজমাট শাহবাগের ফুলের বাজার
৮ ফেব্রুয়ারি ২০২০ ০৮:০২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৫