Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুচ্ছগ্রামে ঘর বরাদ্দ পেতে বরিশালে হতদরিদ্রদের বিক্ষোভ


৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: নগরীর রসুলপুর চর ও সব চর বস্তির হতদরিদ্রদের নিজ নিজ স্থানে সরকারের বরাদ্দ ও ভূমির রেকর্ড দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা জেলা কমিটি।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ‘বর্তমান সরকার হতদরিদ্র প্রকৃত ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রামে টিনের ঘর উত্তোলন করছেন। তবে এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা সঠিকভাবে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দিয়ে জটিলতার সৃষ্টি করছে। তাদের নিজস্ব লোকদের সুপারিশের মাধ্যমে বরাদ্দ দেওয়ার কারণে প্রকৃত ভূমিহীনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি ঘর বরাদ্দ দেওয়া হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মাইলফলক সফল হবে।’

বিজ্ঞাপন

ফেডারেশনের জেলা কমিটির সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক হালিম মুহুরী, কৃষাণী সভার জেলা সভাপতি রেহানা বেগম মিতু, সাধারণ সম্পাদক রেনু বেগম, প্রচার সম্পাদক ইউসুফ আকন, সাংগঠনিক সম্পাদক মনি বেগম প্রমুখ।

সমাবেশে বিভিন্ন এলাকার কয়েকশত ভূমিহীন বৃদ্ধ নারী-পুরুষ ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

গুচ্ছগ্রাম ঘর বরাদ্দ সরকারের বরাদ্দ হতদরিদ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর