Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপার বাংলায় মেঘলা আকাশ, এপার বাংলায় শীত


৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: শেষ সময়ে এসে আবারও ফিরতে শুরু করেছে শীত। বসন্তের অপেক্ষায় থাকা পরিবেশ হঠাৎ করেই হয়ে গেছে ধূসর। শুক্রবার রাজধানীতে অনেক মানুষকেই শীতের পোশাক পরে ঘুরতে দেখা গেছে। সূর্য মেঘের আড়ালে থাকায় দিনের পরিবেশও ছিল কিছুটা অন্ধকার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বসন্ত আগমনের সময় হয়ে এসেছে। প্রকৃতিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। তবে মাঘ মাসের বিদায়ের আগে পরিবেশ কিছুটা শীতল থাকবে। তাই কাল থেকে শীতের প্রভাব বাড়তে পারে। পড়বে কুয়াশাও।

আবহাওয়াবিদ আবদুর রহমান সারাবাংলাকে বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে খুলনা বিভাগের দু’এক জায়গায়, কুষ্টিয়া ও রাজশাহী অঞ্চলে আগামীকাল বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে দিনের তাপমাত্রা কমে শীত বাড়বে।

বিজ্ঞাপন

এদিকে গতকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

ভারতীয় আবহাওয়া সূত্রগুলো জানাচ্ছে কলকাতা, ২৪ পরগনাসহ কয়টি জেলায় শুক্রবার সকাল থেকেই মুখ ভার করে আছে আকাশ। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় এই পরিবেশের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়াবিদরা।

হিমালয় সংলগ্ন উত্তর ভারত অঞ্চলে সৃষ্টি হওয়া বায়ু বলয়ের কারণে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে। তাতে বদলে গেছে বায়ুপ্রবাহের গতিপথ। বঙ্গোপসাগর থেকে উষ্ণ জলীয় বাষ্প ভরা দখিনা বাতাস স্থলভাগে ঢুকে শুকনো উত্তুরে বাতাসের সংঘর্ষে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যার প্রভাবে বাংলাদেশও আগামী দুই বা তিনদিন শীত বাড়তে পারে। পশ্চিমবঙ্গ লাগোয়া উপকূল জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

তবে বসন্তের আগমন পর্যন্ত দেশের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ময়মনসিং, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা শীতের আঁচ থাকলেও রোদও থাকবে সমান তালে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রংপুর বিভাগসহ পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ।

আবহাওয়া মেঘলা আকাশ মৌসুম শীত মৌসুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর