গাজীপুরে ঝুটের গুদামের আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে
৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
গাজীপুর: গাজীপুরের মৌচাকের জামতলা এলাকায় ঝুটের গুদামে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌাচকের জামতলায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামতলার একটি ঝুট গুদামে লাগে। এক পর্যায়ে আগুন পাশের আরও কয়েকটি গুদাম ও একটি ৫তলা ভবনে একাংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে গুদামে থাকা মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।