Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যান্টার্কটিকায় তাপমাত্রা রেকর্ড ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস


৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশ রেকর্ড ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছেছে। এর আগে, ২০১৫ সালে সেখানে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সে তুলনায় তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। মহাদেশটির উত্তর-পশ্চিমে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই অঞ্চলটি সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে।

জাতিসংঘের ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির মুখপাত্র ক্লেরে নালিস বলেন, অ্যান্টার্কটিকায় এটি কোনো স্বাভাবিক অবস্থা নয়। এমনকি গ্রীষ্মেও।

বিজ্ঞাপন

বিগত ৫০ বছরে অ্যান্টার্কটিকায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক উষ্ণতার কারণে গত ১২ বছরে দ্রুততার সঙ্গে গলছে হিমবাহও। এভাবে বরফ গলতে থাকলে এই শতাব্দীতেই সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা তিন মিটার বাড়বে বলে আশঙ্কা রয়েছে।

নালিস আরও বলেন, বরফ গলছে ফলে আমরা ভয়াবহ সমস্যার মধ্যে আছি। কারণ এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে।

তবে বৃহত্তর অ্যান্টার্কটিকা অঞ্চলে ১৯৮২ সালের জানুয়ারিতেও তাপমাত্রা ছাড়িয়েছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত জুলাই আর্কটিক অঞ্চলে তাপমাত্রা পৌঁছায় ২১ ডিগ্রি সেলসিয়াসে।

অ্যান্টার্কটিকা টপ নিউজ রেকর্ড তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর