Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭২২


৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৯

ভয়ংকর ছোঁয়াচে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ এ। এছাড়া, আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৪৬ জন। মৃত্যুর হিসেবে করোনা ছাড়িয়ে যাচ্ছে ২০০৩ সালের সার্স ভাইরাস প্রাদুর্ভাবকে। সে সময় ৭৭৪ জনের প্রাণহানি হয়েছিল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।

চীনের বাইরে করোনাভাইরাসে হংকং ও ফিলিপিন্সে মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাইরাস ছড়িয়েছে অন্তত ২৫টি দেশে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাসটি শুধু হাঁচি-কাশি নয়। এমনকি মানব বর্জ্যের মাধ্যমেও ছড়াতে পারে বলে ধারণা করছেন তারা।

করোনা-পরিস্থিতিতে হংকং নতুন নিয়ম জারি করেছে। চীন থেকে আসা সবাইকে ‘কোয়ারান্টাইনে’ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেউ এই নিয়ম অমান্য করলে ৬ মাস জেল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত বছরের ৩১ ডিসেম্বর চীন প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায় দেশটির হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উপস্থিতির কথা। সেখানের একটি বাজার এলাকা থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনো করোনাভাইরাসের সুনির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি আবিষ্কৃত হয়নি। বয়স্করা এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেশি মারা যাচ্ছেন।

করোনাভাইরাস চীন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর