Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ভারতীয় ১২ জেলে আটক


৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৩ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯

মোংলা: ভারতের ১২ জেলেকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ ও মাছ শিকারের আভিযোগে তাদের আটক করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে আটকের পর তাদের মোংলা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, নিয়মিত টহলের সময় দেখা যায়, ভারতীয় ফিশিং বোট সুদীপ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করছে। এই অপরাধের কারণেই ১২ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।

আটকদের বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষ করে আটকদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে।

এর আগেও অনেকবার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে ভারতীয় জেলেদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

টপ নিউজ ভারতীয় জেলে আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর