Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ, গ্রেফতার ৪


৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: জেলার টঙ্গীতে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক বিউটি পার্লারকর্মীকে গণধর্ষণ করা হয়েছে। একটি বহুজাতিক কোম্পানির পরিবহন শ্রমিকরা শুক্রবার রাতে জোরপূর্বক ট্রাকে তুলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে (১৫) উদ্ধার করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ধর্ষণের শিকার মেয়েটির মা থানায় মামলা দায়ের করেছেন। টঙ্গী পূর্ব থানা পুলিশ এরইমধ্যে ৪ ধর্ষককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, মেয়েটি রাত পৌনে ১২টায় একটি বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হয়। ধর্ষকরা রিকশা থামিয়ে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে মেয়েটিকে ধর্ষণ করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ৪ শ্রমিক ধর্ষণের কথা স্বীকার করেছে এবং ১৬৪ ধারায় দেওয়া তাদের স্বীকারোক্তি লিপিবদ্ধ করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গণধর্ষণ গাজীপুর টপ নিউজ পার্লারকর্মী