কলকাতায় ইন্ডিয়া ক্রিয়েশন প্রদর্শনী
৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৬
ঢাকা: শেষ হলো প্রগতি আয়োজিত ইন্ডিয়া ক্রিয়েশন শিরোনামে আন্তর্জাতিক চিত্র, আলোকচিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। আইসিসিআর, নন্দলাল বসু গ্যালারি কলকাতায় গত ৫ ফেব্রুয়ারি প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় আন্তর্জাতিক এই প্রদর্শনীর।
প্রদর্শনীর উদ্বোধন করেন স্বনামধন্য ভাস্কর নিরঞ্জন প্রধান, ভাস্কর ও শিল্প সমালোচক দেবব্রত চক্রবর্তী। প্রদর্শনীতে দুইবাংলার একত্রিশ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পায়।
এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন পাঁচ চিত্রশিল্পী। শিল্পী সমিয়া বিনতে হাসান, সুস্মিতা দাস দেওয়ান, প্রদীপ্ত বালা, বজলে রাব্বি এবং কিউরেটর শারমিন রহমান।
প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে শিল্পী শারমিন বলেন, ‘বাংলাদেশের চিত্র কর্মগুলো কলকাতার শিল্পীদের পরিচয় করে দেওয়াই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য। আর শিল্প ও শিল্পীর এ ভাবনা বিনিময়ের মাধ্যমে দুইবাংলার মেলবন্ধন সুন্দর ও দৃঢ়তম হবে বলে বিশ্বাস করি।’
তিনদিনব্যাপী চলা এ প্রদর্শনীতে স্থান পায় ৬৭টি চিত্রকর্ম, ৯টি ভাস্কর্য ও আটটি আলোকচিত্র।