‘খুনির জামিন হয়, খালেদা জিয়ার হয় না’
৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, দেশে খুনির জামিন হয় অথচ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন হয় না। খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। উনার বয়স ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। জামিন পাবার উপযুক্ত হলেও শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার তাকে কারাগারে আটকে রেখেছে। ঐক্যবদ্ধ গণআন্দোলন ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা যাবে না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দ্বিতীয় বছর পূর্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শাহাদাত বলেন, ‘সরকারের ভয় হচ্ছে, বেগম খালেদা জিয়া মুক্তি পেলে সরকার ক্ষমতা দখল করে থাকতে পারবে না। একদলীয় শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন ফিরে আসবে। সরকারের এই ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে জোরদার সংগ্রামে নামতে হবে। গণআন্দোলনের মধ্য দিয়ে বেগম জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক এম এ নাজিম উদ্দিন বলেন, ‘বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। কিন্তু ইতিহাস বলে, কোনো অগণতান্ত্রিক সরকার বেশিদিন টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। যতদিন গণতন্ত্রের মা জেলে থাকবেন, ততদিন বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ফিরে পাবে না। দলমত নির্বিশেষে সবাইকে খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে আসতে হবে দেশের স্বার্থে।’
নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, আবদুস সাত্তার, নাজিমুর রহমান, হারুন জামান, সফিকুর রহমান
স্বপন, এস এম আবু ফয়েজ, জাহেদুল করিম কচি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, আবদুল মান্নান, মনজুর আলম মনজু, শাহেদ বক্স বক্তব্য রাখেন।