Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনোকাণ্ড: দুই ভাই এনু-রুপনকে দুদকে জিজ্ঞাসাবাদ


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৩

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক যুবলীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

এনু ও রুপনকে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে গতমাসের ১৯ তারিখে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রুপন ও এনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

শুধু তাই নয়, গত বছরের ২৩ অক্টোবর এনামুল হক এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

অন্যদিকে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

এদিকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে অনুসন্ধান শুরু করে দুদক। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্নজনের নামে এরইমধ্যে ২০টি মামলা করেছে দুদক।

এনু-রুপন ক্যাসিনোকাণ্ড দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর