Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাওয়াল উদ্যানে ৩৫ কচ্ছপ অবমুক্ত


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: ঢাকার শাখারী বাজার থেকে উদ্ধার করা ৩৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এসব কচ্ছপ অবমুক্ত করা হয়।

ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ চক্র মুন্সীগঞ্জ ও নরসিংদী থেকে কচ্ছপ এ‌নে সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। খবর পেয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে ৩৫ কচ্ছপ ও প্রায় এক মণ কচ্ছপের মাংস উদ্ধার করা হয়।

কচ্ছপগুলি অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হলেও উদ্ধারকৃত মাংসগুলো একই পার্কের অন্য প্রাণীদের খাবার হিসেবে দেওয়া হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোতাহার হোসেনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএম

আরও পড়ুন

বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রি, ৩ জনকে কারাদণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর