Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণআন্দোলন আজান দিয়ে আসে না: নজরুল ইসলাম খান


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০১

ঢাকা: ‘গণআন্দোলন আজান দিয়ে আসে না— ওটা ঘটে’, বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ হলে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০দলীয় জোট এ সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা লজ্জিত! খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, আমরা সেই ধরনের আন্দোলন গড়ে তুলতে পারিনি। তবে যে প্রক্রিয়ায়, যেভাবে খালেদা জিয়া মুক্ত হতে পারেন, সে প্রক্রিয়া ২০ দলীয় জোট অতি শিগগিরই গ্রহণ করবে। ২০ দলীয় জোট খালেদা জিয়ার মুক্তির দাবিতে এককভাবে কর্মসূচি ঘোষণা দেবে।’

তিনি বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। অনেক নেতাকর্মী এলাকা ছাড়া হয়েছে। তবুও কেউ দল ত্যাগ করেনি, আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। বাংলাদেশের মানুষ কখন জেগে ওঠে বোঝা মুশকিল। অধিকারের জন্য বাংলাদেশের মানুষ কাউকে ছাড় দেয় না।’

বাংলাদেশের মানুষ এখন নির্বাচনবিমুখ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু এদেশে এখন আর নির্বাচন নেই, গণতন্ত্র নেই। তাই গণতন্ত্রের জন্য, এ দেশের মানুষের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। সে মুক্তি কখন কিভাবে ঘটবে তা হয়তো এখনই বলা যাচ্ছে না, তবে সে মুক্তি অতি শিগগিরই হবে। মানুষ এখন আর ভোট দিতে যায় না। ভোটে এখন আর জনগণের আস্থা নেই। এই সরকার আস্থার জায়গাটা নষ্ট করে ফেলেছে।’

বিজ্ঞাপন

বিচার বিভাগের ওপর মানুষের আস্থা নেই দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, যে বিচারক লোয়ার কোর্টে খালেদা জিয়ার সাজা দিয়েছেন, সেই বিচারককে এখন হাইকোর্টের বিচারক বানানো হয়েছে। অন্যদিকে যে বিচারক এ সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, এ সরকারের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন, সে বিচারককে পদত্যাগ করিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।’

খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ, তা সত্য নয়। খালেদা জিয়ার ২ কোটি টাকা এখন ৮ কোটি টাকা হয়েছে। এর একটি টাকাও তসরুপ হয়নি।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সঞ্চালনায় বক্তব্য দেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাগপার মহাসচিব খন্দকার লুৎফুর রহমান, জামায়াত নেতা আবদুল হালিম, মনজুরুল ইসলাম ভুইঁয়া, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরামসহ অন্যরা।

২০ দলীয় জোট গণআন্দোলন নজরুল ইসলাম খান বিএনপি

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর