Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন: ওবায়দুল কাদের


৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: রাজধানীর নয়াপল্টনে গতকাল বিএনপির সমাবেশে সরকারকে নিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের দেওয়া বক্তব্যকে ‘আপত্তিকর ও রাস্তার ভাষা’ বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন।’

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

‘ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবে বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না, এটা রাস্তার ভাষা। তার মতো ব্যক্তি কি করে এমন রাস্তার ভাষায় কথা বলে?’, বলেন ওবায়দুল কাদের।

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি আন্দোলনের নামে আবারও দেশে জ্বালাও-পোড়াও করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত জবাব দেবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা। তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। এটা আদালতের ব্যাপার। আর এই মামলা বিলম্বের জন্য বিএনপি নিজেরাই দায়ী। তারা সময়মতো আদালতে হাজিরা দিলে এই মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেতো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার অংশ হিসেবে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় তিনটি সেতু জাপানের সহায়তায় আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে। জাপানি কোম্পানি জাইকা আজ এই সেতু তিনটি আমাদের কাছে হস্তান্তর করল। সেতু তিনটির কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে সম্পন্ন করায় ১ হাজার ৩৮৮ কোটি টাকা ব্যয় কম হওয়ায় জাপান সরকারের প্রতিও ধন্যবাদ জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের ড. কামাল বিএনপির সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর