Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিয়েরা’র আঘাতে যুক্তরাজ্যে ক্ষয়ক্ষতি-ভোগান্তি


৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৫

প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে ঝড় সিয়েরা আঘাত হেনেছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে। এতে যোগাযোগ ব্যাহত হয়েছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ উপড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাজার হাজার মানুষ।

সিয়েরার প্রভাবে কোথাও কোথাও আকস্মিক বন্যা দেখা দেয়। ফেরি চলাচল বাধাপ্রাপ্ত ও অনেক ফ্লাইট বাতিল হয়। যুক্তরাজ্যজুড়ে প্রায় ৯২ হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

ঝড় আঘাত হেনেছে প্রিমিয়ার লীগেও। ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হামের ম্যাচ বাতিল হয়েছে।

আবহাওয়া কর্মকর্তা অ্যালেক্স বুরকিল বলেন, উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৭০-৮০ মাইল বেগে বাতাস ছুটেছে। সাধারণ ঝড়ে এত শক্তি নিয়ে বাতাস বয়ে যায় না।

ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রো, গেটউইক ও লন্ডন সিটি থেকে ফ্লাইট বাতিল করেছে। এছাড়া, বাতিল করা ফ্লাইটের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে ভার্জিন আটলান্টিক।

এদিকে রানি এলিজাবেথ সানড্রিনহাংমের গির্জায় উপস্থিত হননি। খারাপ আবহাওয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় রাজপ্রাসাদ।

ঝড় যুক্তরাজ্য সিয়েরা

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর