Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব ক্রিকেট দলকে বিএনপি মহাসচিবের অভিনন্দন


৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৫

ঢাকা: ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা অর্জন করায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ দলের বিজয়ের পরই সারাবাংলার সঙ্গে আলাপচারিতায় তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা অর্জন করায় অনূর্ধ্ব-১৯ দল, টিম ম্যানেজমেন্টসহ এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দয় জানায়।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ, ভারত বধ

পচেফস্ট্রুমের ফাইনালে ভারতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণালি শিরোপা স্পর্শ করল টিম টাইগার। যেকোনো বিচারে এটিই বাংলাদেশের প্রথম বিশ্ব শিরোপা জয়।

আরও পড়ুন- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বল বাই বল

৪২ ওভার ১ বলের খেলা যখন মাঠে গড়ায়, অথর্ব আনকোলেকারকে মিড অনে ঠেলে দিয়ে তুলে নেন জয়সূচক রান। সে হিসাবে ৪৭ বল বাকি থাকার কথা থাকলেও প্রকৃতপক্ষে টাইগার যুবারা ২৩ বল বাকি থাকতে জিতে নিয়েছে ফাইনাল। কেননা, মাঝখানে ছোট্ট একটু বৃষ্টি বাধায় বাংলাদেশের লক্ষ্যে কিছুটা পরিবর্তন এসেছিল। তাতে ৫০ ওভারে ১৭৮ রানের লক্ষ্যটা ৪৬ ওভারে নেমে আসে ১৭০ রানে। অর্থাৎ বৃষ্টির পর ৩০ বলে লক্ষ্য দাঁড়ায় ৭ রান। সেটুকু করতে ঠিক ৭ বলই নিয়েছেন দুই অপরাজিত টাইগার ব্যাটসম্যান আকবর ও রাকিবুল।

১৯ অভিনন্দন ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর