Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছুটা শীতল থাকবে আবহাওয়া


১০ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৭

ফাইল ছবি

ঢাকা: গত দুদিন গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। যে কারণে সারাদেশেই দিনের তাপমাত্রা এখন কিছুটা কমের দিকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবারও (১০ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা কিছুটা শীতল থাকবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবারও দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকায় সকাল, সন্ধ্যা আর রাতের তাপমাত্রা কমে শীত বাড়বে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এই তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, শনিবার দিনগত রাতে ঢাকাসহ সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। তবে পরিমাণে খুব বেশি নয়। কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। রোববার রাতেও দুয়েক জায়গা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, লঘুচাপের প্রভাবে গত দুদিন আকাশ মেঘলা ছিল। সন্ধ্যায় অনেক এলাকায় বৃষ্টি হয়েছে। রাতেও অনেক এলাকায় এই বৃষ্টি অব্যাহত ছিল। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। বৃষ্টির পর তাপমাত্রা কমে গেছে। গত কয়েকদিন শৈত্যপ্রবাহ ছিল। শনিবার থেকে তা প্রশমিত হয়েছে। আজ সোমবার আকাশ পরিষ্কার হলে আবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, গতকাল রোববার বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া, দেশের অন্য এলাকার আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল রোববার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা এবং মোংলায় ২ মিলিমিটার।

বিজ্ঞাপন

ঢাকা, ফরিদপুর, নিকলী, নেত্রকোনা, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রার রেকর্ড বৃষ্টির সম্ভবনা শীতল আবহাওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর