Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণধর্ষণের শিকার ২ কিশোরীর মামলা, গ্রেফতার ৩


১০ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। তবে এই ঘটনা চেপে না গিয়ে কিংবা ভয় না পেয়ে তারা নিজেরাই থানায় গিয়ে মামলা করেছে। আর মামলার পরপরই অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে কদমতলী নোয়াখালী পট্টি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন-সোহেল, রানা বেপারী ও আকতার আলী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান জানান, রোববার সকালের দিকে নোয়াখালী পট্টি এলাকায় সোহেল, রানা বেপারী ও আকতার আলী মিলে দুই কিশোরীকে ধর্ষণ করে। রাতে নির্যাতিত দুই কিশোরী নিজেরাই থানায় গিয়ে মামলা করে। মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। গ্রেফতার করা হয় তিনজনকে।

বিজ্ঞাপন

দুই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কিশোরীকে গণধর্ষণ কিশোরীর মামলা গণধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর