টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দারে’র মৃত্যু
১০ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৬
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল আমিন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নুরুল আমিন ‘ডাকাত সরদার’ বলে দাবি র্যাবের। হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মকতুল হোসেনের ছেলে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফের লেদার নুরালী পাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মীর্জা শাহেদ মাহতাব বলেন, ‘নুরুল আমিন দীর্ঘদিন ধরে পাহাড়ী এলাকায় ডাকাতি করে আসছিল। তার নেতৃত্বে বিশাল ভয়ংকর ডাকাত দল রয়েছে। তাকে ধরতে র্যাব অভিযানে গেলে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিনের মৃতদেহ পাওয়া যায়।’
ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।