Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর আত্রাইয়ে মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা


১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৯

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে নিজের ঘরেই আরিফুল ইসলাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঁকা গ্রামে আরিফুলের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। আরিফুল ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

এ বিষয়ে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, আরিফুল এলাকায় বিভিন্ন লোকজনের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। রোববার রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে পড়েন। আজ সকালে বাড়ির লোকজন ডাকতে গিয়ে গলাকাটা অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। এরপর পুলিশ সংবাদ পেয়ে আরিফুলের লাশ উদ্ধার করে।

তবে কি কারণে এই হত্যাকাণ্ড তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

গলাকাটা লাশ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর