চট্টগ্রামে ওয়ার্কশপে আগুন, দগ্ধ তিন
১০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় আগুনে পুড়ে তিনজন দগ্ধ হয়েছেন। ওয়ার্কশপে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযুক্ত লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ কমার্স কলেজ রোডের কাটা বটগাছ এলাকায় ‘আর ডি রাবার এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ এই অগ্নিকাণ্ড হয়েছে। দগ্ধ তিনজন হলেন- শাহাদাত ভূঁইয়া (৫৫), মিজানুর রহমান (৩৮) ও গোলাম মওলা (৫০)।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী সারাবাংলাকে জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। এসময় তারা ওয়ার্কশপটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তালা ভাঙা হলে সেখানে আগুনে পোড়া বিভিন্ন আসবাবপত্র দেখতে পাওয়া যায়।
তবে ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কোনো প্রমাণ দেখেননি জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এটা মূলত লেদ মেশিনের ওয়ার্কশপ। সিলিণ্ডার থেকে কানেক্টিং পাইপের মাধ্যমে আগুনের স্ফূলিঙ্গ দিয়ে রাবার গলিয়ে বিভিন্ন আকৃতির কাঁচামাল তৈরি করা হয়। আমরা ওয়ার্কশপের ভেতরে যতগুলো গ্যাস সিলিন্ডার দেখেছি সেগুলো অক্ষত আছে। তবে কানেকটিং রাবারের পাইপ পোড়া অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওভারহিটের কারণে রাবার গলে আগুন ধরে গিয়েছিল। আমরা যাবার আগেই তিন জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে জানিয়েছেন, তিন জনকে হাসপাতালের ছয়তলায় ৩৬ নম্বর ওয়ার্ডে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন। তবে এদের মধ্যে গোলাম মওলার অবস্থা আশঙ্কাজনক।