রোকেয়া হলের সামনে থেকে ভ্রুণ উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০০
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের ফুটপাত থেকে একটি মানব ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসক ধারণা করছেন, ভ্রুণটির বয়স ১২ সপ্তাহ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভ্রুণটি উদ্ধার করে। পরে সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনির একটি বেঞ্চের নিচ থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে এসআই হান্নান জানান, ভ্রুণটি মায়ের পেটেই ১২ সপ্তাহ ছিল বলে ধারণা করা হচ্ছে।