Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে নির্মিত হবে ১০০ শহীদ মিনার


১১ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৫

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে চলতি অর্থ বছরে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার্স ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভায় এ সিদ্ধান্ত আসে।

প্রসঙ্গত, রাজারহাট উপজেলার ২শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই।

ভাষা আন্দোলনের ৬৮ বছর পর সোমবার আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভায় রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্রুত সময়ের মধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি জানান। সভায় উপস্থিত অধিকাংশ সদস্য এই দাবির প্রতি সমর্থন জানান।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিয়া চলতি অর্থ বছরেই প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন বরাদ্দের অর্থ থেকে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সর্দারসহ আরও অনেকেই।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর