ঢাবিতে সহিংসতার ৪ মামলায় প্রতিবেদন ২৪ মার্চ
১১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৪
ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা চার মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৪ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদনের জন্য এ নতুন তারিখ ঠিক করেন।
পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করেন। তবে এ চারটি মামলার কোনটিতেই কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ এপ্রিল রাত ১টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একদল মুখোশধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে তখন ছিল রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ।