Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় পরীক্ষাকেন্দ্র থেকে ৫ শিক্ষককে অব্যাহতি


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি সংগৃহীত

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষার দুটি কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগ ও নকলে সহযোগিতা করায় এক সুপারসহ ৫ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে গণিত পরীক্ষা চলাকালে উপজেলার বাদুরা শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদরাসা থেকে কেন্দ্র কমিটি সদস্যসহ ৩ জন ও পৌর এলাকার টিকিকাটা আ.ওয়াহাব মহিলা সিনিয়র মাদরাসা ভেন্যু কেন্দ্র থেকে ২ জনকে অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস।

অব্যাহতি পাওয়া কক্ষ পরিদর্শকরা হলেন, শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদরাসার পরীক্ষা কমিটির সদস্য ও স্থানীয় নূরল-আলা-নূর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. রুহুল আমীন, দাউদখালী কামিল মাদরাসার শিক্ষক সাইদুর রহমান, তুষখালী এনএস দাখিল মাদরাসার শিক্ষক সুনির্মল মন্ডল, ছোট শিংগা নেছারিয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. আবদুল কাইউম ও জানখালী উলুবাড়িয়া দাখিল মাদরাসার শিক্ষক শামিম আহসান।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, অভিযুক্ত কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্র সচিবদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দাখিল পরীক্ষা মঠবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর