Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে আমরা বাধা দেই না’


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুমিল্লা: শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনো বাধা দিচ্ছি না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সে সময় তিনি আরও বলেন, কেউ যদি মাত্রাতিরিক্ত জনদুর্ভোগ বাড়িয়ে দেয়, তখনই আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সেই কাজটিই করে থাকে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাধা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ থেকে ওই এলাকাকে রক্ষা করার প্রয়োজন ছিল। তাই পুলিশ সে কাজটিই করেছে।

এ সময় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, চট্রগ্রাম রেঞ্চের ডিএইজি ড. মনিরুজ্জামান, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, কুমিল্লা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর