Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের দেখতে আসছেন শান্তিতে নোবেল বিজয়ী ৩ নারী


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

কক্সবাজার : মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে রোহিঙ্গা ক্যাম্পে আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। এরা হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের।

তারা রোববার (২৫ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে আসছেন। আজ (২৪ ফেব্রুয়ারী) থেকে ২ মার্চ পর্যন্ত ৮ দিনের সফরে তারা ঢাকায় আসবেন।

ঢাকার নারী সংস্থা ‘নারীপক্ষ’র আমন্ত্রণে ঢাকায় আসা এই তিন নোবেল জয়ী রোহিঙ্গাদের নানা বিষয়ে কাজ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নোবেল বিজয়ী এই তিন নারী নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের সদস্য। তারা ন্যায্যতা, শান্তি ও সমতা নিয়ে কাজ করছেন। শান্তিতে নোবেল বিজয়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর সেই চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

সফরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর