সিভিল অ্যাভিয়েশনের ৬ প্রকৌশলীকে দুদকের তলব
১১ ফেব্রুয়ারি ২০২০ ২১:২২
ঢাকা: প্রকল্পের টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে সিভিল অ্যাভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীসহ ছয় প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা পৃথক চিঠিতে তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।
সুধেন্দু বিকাশ ছাড়াও যাদের তলব করা হয়েছে তারা হলেন— তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাকসুদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো. মোকাব্বর আলী ও উপসহকারী প্রকৌশলী কাজী বায়েজীদ আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, তিন জনকে ২০ ফেব্রুয়ারি ও তিন জনকে ২৩ ফেব্রুয়ারি দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।