Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা নেই, এর চেয়ে লজ্জার কী আছে?’


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : উচ্চশিক্ষায় সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার না হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবসিডারি কোর্স হিসেবে যে কেউ বাংলা নিতে পারত। গণিতের ছাত্র বাংলা নিতে পারত, ভূগোলের ছাত্রও বাংলা নিতে পারত। এখন সেই সুযোগ নেই।’

‘এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার কোনো প্রবেশাধিকার নেই, এর থেকে লজ্জার কী হতে পারে?’

কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রফিকুল ইসলাম এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কেন উচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহার করা যাচ্ছে না। এর জন্য আমাদের আর কত শত বছর অপেক্ষা করতে হবে?’

আমাদের হীনমন্যতার কারণে বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহার করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, ‘যতই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি না কেন, যতই প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলায় ভাষণ দেন না কেন। তা তাৎপর্যপূর্ণ হবে না। কারণ আমরা আমাদের হীনমন্যতার কারণে কোনো ভাষাই সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছি না। বাংলা হচ্ছে না, ইংরেজি হচ্ছে না, আরবিও হচ্ছে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকীয় ভাষা প্রসঙ্গে ইমেরিটাস অধ্যাপক বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম কী ভাষা ব্যবহার করছে? রোমান হরফে বাংলা লিখছে! আপনারা অভিভাবক হিসেবে সন্তানদের বাংলা ভাষা শেখানোর কি কোনো দায়িত্ব নেই? আমাদের কি কিছৃুই করার নেই?’

বিজ্ঞাপন

টেলিভিশন নাটকে ভাষা ব্যবহারের সমালোচনা করে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘টেলিভিশনে কী ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে? আগে ভারতের লোকজন বাংলা নাটক দেখতেন। ডিশ লাইন ছিল না, বাঁশের খুটিতে এন্টেনা রেখে তারা কষ্ট করে নাটক দেখতেন। এখন হয়েছে উল্টো, আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য বসে থাকি।’

একুশে ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, এটি আমাদের আত্মসমালোচনার দিন উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একটা ভাষা কমিশন গঠন করা জরুরি। যার প্রধান থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। কেননা এই কমিশনের সঙ্গে উচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি জরুরি। এই কমিশন প্রতিবছর প্রতিবেদন দেবে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বিষয়ে। যারা বাংলা ভাষার ব্যবহার করছে না তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায় সেটার সুপারিশ করবে কমিশন।’

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলা ভাষা পিছিয়ে থাকতে পারে না’, বলেন অধ্যাপক রফিকুল ইসলাম।

সারাবাংলা/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর