Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০১

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় দুই শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন করেছে তাদের সহপাঠীরা। বুধবার (১২ ফেব্রুযারি) জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদী স্লোগান দেয় তারা।

বিচার চাইতে আসা সহপাঠীরা জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই দুই শিক্ষার্থীকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যান। রাত ১১টার দিকে তিনজন লোক বাসায় ঢুকে হাত-পা বেঁধে দুই কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় তার সহপাঠীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগে রানা ব্যাপারী, সোহেল ব্যাপারী ও আক্তার আলী নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর আদালতে রিমান্ড আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কদমতলী থানার পরিদর্শক মাহবুব আলম জানান, ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়স ১৫ ও ১৩ বছর। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্কুল শিক্ষক মুস্তাফিজ রহমান বলেন, ‘এই দুই শিক্ষার্থীর সঙ্গে যে অন্যায় হয়েছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘটনার বিচার করতে হবে। নাহলে এমন ঘটনা ঘটতেই থাকবে।’

ভুক্তভোগির মা বলেন, ‘আমার মেয়েদের মতো পরিণতি যেন অন্য কারও সন্তানের ভাগ্যে না থাকে। এখনই ঘটনার যদি বিচার হয়, তাহলে আমি শান্তি পাবো। আমার মেয়েরা বেঁচে থাকার ভরসা পাবে। প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার বিচার চাইছি।’

ধর্ষণ প্রতিবাদ মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর