Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেওবন্দ সন্ত্রাসী তৈরির কারখানা: গিরিরাজ সিং


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২০

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বিতর্কিত নেতা  গিরিরাজ সিং বলেছেন, উত্তর প্রদেশের দেওবন্দ সন্ত্রাসী তৈরির কারখানা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে উত্তর প্রদেশে আয়োজিত এক জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর দ্য কুইন্ট।

তিনি বলেন, বিশ্বের সব বড় বড় সন্ত্রাসী এই দেওবন্দেই বেড়ে উঠেছে। এমনকি, জামাতুদ্দাওয়াহ নামের ওই ভয়াবহ জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সাঈদও দেওবন্দেরই।

বিজ্ঞাপন

গিরিরাজ সিং আরও বলেন, সিএএ বিরোধীদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত।

প্রসঙ্গত, দারুল উলুম দেওবন্দ ভারতের একটি মাদরাসা। এখান থেকে দেওবন্দি আন্দোলনের সূত্রপাত হয়। উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এই মাদরাসার অবস্থান। গিরিরাজ সিং তার বক্তব্যে এই মাদরাসাকে লক্ষ্য করে কথা বলেছেন। গিরিরাজ সিং এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন।

গিরিরাজ সিং দেওবন্দ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর