Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় দুই রকম বক্তব্য দুই মন্ত্রীর


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৪

ঢাকা: করোনাভাইরাসের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। কারণ ফান্ডে আর কোনো টাকা নেই। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই অর্থমন্ত্রী বললেন, চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য টাকার কোনো অভাব নেই। করোনাভাইরাসের কারণে চীন থেকে বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে প্রায় ২৪ ঘণ্টা সময়ের মধ্যেই দুই রকম বক্তব্য দিলেন সরকারের হেভিওয়েট দুই মন্ত্রী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, ‘নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। আগে আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা আমার প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নেই।’

পরদিন বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এক অনুষ্ঠানে এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘টাকার অভাব আমাদের নাই। অভাব থাকার কথাও না। সুতরাং, এখানে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’

মুস্তফা কামাল আরও বলেন, ‘টাকার অভাবের কথা তিনি কখনও বলেন নি। তিনি যেটা বলতে চেয়েছেন, প্রথমেই ৩ শ’র বেশি লোককে আমরা গিয়ে নিয়ে আসলাম। সেখানে টাকার ব্যাপারটা ছিল না। কিন্তু চীনের উহানে ক্যাপ্টেইন, ক্রুরা যারা বিমানে করে গেলেন, তাদেরকে এখন আর কোথাও যেতে দেওয়া হচ্ছে না। এমনকি এয়ারক্রাফটগুলোও আর কোথাও যেতে দিচ্ছে না। এভাবে বন্ধ হয়ে গেলে তো আমরা কাজ করতে পারব না। সেজন্য উই আর টেকিং সাম টাইম (এজন্য আমরা একটু সময় নিচ্ছি)। টাকা বা অর্থের অভাব, এসব কোনো ব্যাপার না।’

‘যারা চীন থেকে এসেছেন, তারা এখন পর্যন্ত সিঙ্গাপুরে যাতে পারছেন না। ক্যাপ্টেইন, ক্রু তারা সবাই যেন জেলে বাস করছেন’, যোগ করেন অর্থমন্ত্রী।

করোনাভাইরাস টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর