Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েবসাইট থেকে গায়েব এনআরসি তথ্য!


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতজুড়ে তীব্র আন্দোলনের মুখে বিজেপি সরকার গত বছরের আগস্টে প্রকাশ করে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস- এনআরসি। আদালতের পরামর্শ অনুসারে, সে তথ্য রাখা হয় এনআরসির অফিসিয়াল ওয়েবসাইট www.nrcassam.nic.in এ। তবে হঠাৎ সেসব তথ্য গায়েব হয়ে যায়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এনআরসি তথ্য সংরক্ষিতই আছে। যা হয়েছে তা হলো কারিগরি ত্রুটি। আসামে এনআরসির কো-অর্ডিনেটর হিতেশ দেবশর্মা জানান, গত গত ১৫ ডিসেম্বর থেকে ওয়েবসাইটে এনআরসি তথ্য দেখা যাচ্ছে না।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর সঙ্গে চুক্তি করা হয়েছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ১৯ অক্টোবর। ১৫ ডিসেম্বর পর্যন্ত তথ্য দেখা যাচ্ছিল ওয়েবসাইটে। এরপর তা অফলাইনে চলে যায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১ জন আবেদনকারীর মধ্যে আসামে এনআরসি তালিকায় ঠাঁই পেয়েছেন ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জন। জাতীয় নাগরিক-পঞ্জি তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম। তবে আদালত বলেছেন, তাদের পুনঃ যাচাই আবেদন ও সকল আইনি-প্রক্রিয়া শেষ হওয়া ছাড়া কাউকে ‘বিদেশি’ তকমা দেওয়া যাবে না।

আসামে এনআরসি এনআরসি ওয়েবসাইট