Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ৩ ইটভাটা ধ্বংস, জরিমানা ১৫ লাখ


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৪

ঢাকা: গাজীপুরে দূষণবিরোধী অভিযানে ৩ ইটভাটা ধ্বংস ও তাদেরকে ৫ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার (১২ ফেব্রুয়ারি) প‌রি‌বেশ অধিদফতরের ম‌নিট‌রিং এন্ড এন‌ফোর্স‌মেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যা‌জি‌স্ট্রেট কাজী তামজীদ আহ‌মেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় বায়ু দূষণবিরোধী এই মোবাইল কোর্ট ৩ ইটভাটা ধ্বংস ও প্রত্যেককে ৫ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা করে। ইটভাটাগুলো হলো, উত্তর খামের এলাকার মেসার্স এইচএস ব্রিকস, সনমানিয়া এলাকার ফাহাদ এন্ড কোং (এফএনসি) এবং ধানদিয়া এলাকার আরএল ব্রিকস।

ম্যা‌জি‌স্ট্রেট কাজী তামজীদ আহ‌মেদ জানান, পরিবেশ দূষণের জন্য দায়ী সকল অবৈধ ইটভাটা ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত চলাকা‌লে গাজীপুর প‌রি‌বেশ অধিদফতরের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর র‍্যাব-১ ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা সহযোগিতা করেন।

ইটভাটা গাজীপুর জরিমানা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর