২ বিসিএস থেকে ৭৩১ জনকে নন-ক্যাডারে চাকরি দিতে সুপারিশ
১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২২:২১
ঢাকা: ৩৭তম ও ৩৯ তম— এই দুই বিসিএসের নন-ক্যাডার থেকে ৭৩১ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এর মধ্যে ৩৭তম বিসিএস ছিল সাধারণ, তবে ৩৯তম বিসিএস ছিল চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) পিএসসি’র এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৩৭তম বিসিএস থেকে ১৬৭ জন ও ৩৯তম বিসিএস থেকে ৫৬৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর আগে, ৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন-ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। এই বিসিএসে থেকে আগে ৬৯২ জনকে প্রথম শ্রেণি ও ৮৮৫ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেওয়া হয়। এই ১৬৭ জনকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সবমিলিয়ে ১ হাজার ৭৪৪ জনকে নিয়োগ দেওয়া হলো।
এদিকে, ৩৯তম বিশেষ বিসিএসে পিএসসি থেকে প্রথমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়। এরপরই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার ৮ হাজার ৩৬০ জনের নাম ঘোষণা করা হয়। এই অপেক্ষমাণ তালিকা থেকেই আজ ৫৬৪ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
উভয় ফলাফল কর্ম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট এবং টেলিটকের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
৩৭তম বিসিএস ৩৯তম বিসিএস টপ নিউজ নন-ক্যাডার পিএসসি বিসিএস সরকারি কর্ম কমিশন