Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনফেরত আরও এক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি


১৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৪

রংপুর: চীন থেকে দেশে ফেরা আরও এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেন হাসপাতালটির করোনা ইউনিটের মুখপাত্র ডা.নারায়ণ চন্দ্র রায়।

এই চিকিৎসক জানান, ২০ বছর বয়সী এই তরুণ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে সর্দি ও জ্বরসহ বুকে ব্যাথা অনুভব করেন। আজ দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। তখন থেকেই তাকে সরাসরি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

তবে এর আগে চীনফেরত যে দুই শিক্ষার্থীকে করোনা সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের শরীরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)।

করোনা ইউনিট চীনফেরত বাংলাদেশি টপ নিউজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর