Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী পেপার মিলের যন্ত্রাংশ ‘পাচারের’ অভিযোগ


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস্‌ লিমিটেডের নতুন যন্ত্রাংশ ‘পাচারের’ অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গতকাল বুধবার সন্ধ্যার দিকে কেপিএম কর্তৃপক্ষ মেশিনের জন্য কেনা ‘অব্যবহৃত নতুন যন্ত্রাংশ’ তিনটি ট্রাকে করে পাচার করছে। পরে স্থানীয়দের বাধার মুখে পুলিশ ঘটনাস্থলে আসে। বর্তমানে ট্রাকগুলো কাপ্তাই থানা পুলিশের হেফাজতে আছে।

স্থানীয় বাসিন্দা আলী রেজা লিমন বলেন, ‘তিনটি ট্রাক ভর্তি নতুন মালামাল কেপিএম থেকে নিয়ে যাওয়ার সময় আমরা বাধা দেই। পরে ট্রাকের ভেতরে মেশিনের জন্য কেনা নতুন যন্ত্রাংশ দেখতে পাই। এ ব্যাপারে জানতে চাইলে ট্রাকের এক ব্যক্তি নিলামের মাধ্যমে এসব কেনা হয়েছে বলে জানান। তারা নিলামের কাগজপত্র দেখাতে না পারলে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে মালামালসহ ট্রাক থানায় নিয়ে গেছে।

বিজ্ঞাপন

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল আজিম বেবী বলেন, ‘এলাকার মানুষ খবর জানালে আমি দ্রুতই ঘটনাস্থলে এসে ট্রাকের মালামালগুলো দেখি। ট্রাকের ব্যক্তিরা মালামালগুলোকে পরিত্যক্ত বললেও, এগুলো একেবারে নতুন। বিশেষত এগুলো চিপার হাউজের কাটার মেশিনের যন্ত্রাপাতি বলে ধারণা করছি।’


কেপিএমের কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) সভাপতি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ‘আমি বিষয়টি শুনেছি। এগুলো কেপিএমের ব্যবহারের জন্য কেনা হলেও অব্যবহৃত ছিলো দীর্ঘদিন। বর্তমানে পরিত্যক্ত মালামাল হিসেবে বিক্রি করা হচ্ছে। এভাবে এর আগেও একাধিবার কেপিএমের নতুন মালামাল ব্যবহার না করে বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ।’

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানিয়েছেন, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেপিএমর মালামাল পাচর হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যাই। পরে ট্রাকে থাকা লোকজন সঠিক কাগজ পত্র দেখাতে না পারায় আমরা ট্রাকসহ মালামল থানায় নিয়ে আসি। আজ ঠিকাদার সব কাগজপত্র নিয়ে আসার কথা রয়েছে। আমরা সব কাগজ পত্র যাচাই-বাছাই করার পরে সিন্ধান্ত নেব। ’

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক এমএমএ কাদের বলেন, “নিলামের জন্য সব প্রক্রিয়া শেষ করেই মালামাল বিক্রি করা হয়েছে। আর আগেও কয়েক ট্রাক পরিত্যক্ত মালামাল নিয়ে গেছে। দীর্ঘদিন অব্যবহৃত কিছু নতুন যন্ত্রাংশ থাকতে পারে, যেগুলো আমাদের কোনো কাজে আসবে না। বিসিআইসি’র অনুমতি নিয়েই এই নিলাম প্রক্রিয়া করা হয়েছে।”

কর্ণফুলী পেপার মিল যন্ত্রপাতি পাচার