Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, আহত ২৫


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৬

ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি দ্বিতল বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন মারা গেছেন। এছাড়া, আহত হয়েছেন ২৫ জন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে আগ্রা-লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

পুলিশের সিনিয়র সুপারইনটেনন্টে সাচিন্দ্র প্যাটেল এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসপি রাজেশ কুমার বলেন, রাত ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। দ্বিতল বাসটি দিল্লি থেকে উত্তর বিহারের মতিহারি যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ যাত্রী ছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ নিতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর