Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে আছে ১০ বাংলাদেশি


১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩২

ঢাকা: জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, সিঙ্গাপুরে বাংলাদেশি রোগীদের যে এলাকায় পাওয়া গিয়েছিল সেখানে ১৯ জন কোয়ারেন্টাইনে আছেন। তাঁর মধ্যে ১০ জন বাংলাদেশি নাগরিক আছেন। সেখানে তারা হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআরে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৬১ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। চীন থেকে আসা ৩১২ জন বাংলাদেশির ১৪ দিনের কোয়ারেন্টাইন ১৫ ফেব্রুয়ারি বিকেলে শেষ হচ্ছে।

এ সময় করোনাভাইরাস নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৯২ জনের স্কিনিং করা হয়েছে বলে জানানো হয়। এখন পর্যন্ত স্থল, আকাশ ও রেলপথে আসা এক লাখ ৩৩ হাজার ২০৬ জনের স্কিনিং করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আইইডিসিআর করোনাভাইরাস সিঙ্গাপুরে করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর