Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসার দিনে ব্যাঙ্কসির উপহার


১৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৫

ব্রিস্টলের একটি বাড়ির দেয়ালে শোভা পাচ্ছে চিত্রকর্মটি। যদিও কে এটি এঁকেছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। বাড়ির বাসিন্দা কেলি উডরফ কিছুটা ভাবনায় ছিলেন। তবে ভালোবাসা দিবসের মধ্যরাতে বিখ্যাত গ্রাফিতি আঁকিয়ে ব্যাঙ্কসি তার ইনস্টাগ্রাম পেজে ছবিটি আপলোড করেন। এটি যে তার চিত্রকর্ম সে ব্যাপারে আর সন্দেহ রইল না। খবর বিবিসির।

গ্রাফিতিটিতে দেখা যায়, গুলতি দিয়ে লাল বর্ণের ফুলকে নিশানা বানিয়েছে একটি মেয়ে।

বিজ্ঞাপন

সেই বাড়ির কেলি উডরফ বলেন, ভালোবাসা দিবসে থ্রি’ডি চিত্রকর্মটি বিশেষ কিছু। এখন এটির নিরাপত্তার কথা ভাবতে হবে।

এখন অনেকে এখানে এসে চিত্রকর্মটি দেখছে, ও সেলফি ছবি তুলছে বলেও জানান তিনি।

কেলি উডরফ আরও জানান, অনেকেই অনেক কথা বলছিল, আসলেই এটি ব্যাঙ্কসির চিত্রকর্ম কি না । অনেকেই আবার শতভাগ নিশ্চিত ছিলেন। তারা এটির নাম দিয়েছেন ভ্যালেন্টাইন’স ব্যাঙ্কসি।

গ্রাফিতি চিত্রকর্ম ব্যাঙ্কসি ভালোবাসা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর