Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা থেকে সাবেক স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিনের পদত্যাগ


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কারণ দেখিয়ে তিনি জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাঙাল গাছ এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি দল থেকে পদত্যাগের কথা সাংবাদিকদের জানান।

সাংবাদিক সম্মেলনে নিয়াজউদ্দিন বলেন, ‘২০১৫ সালে স্বাস্থ্যসচিব থেকে পদত্যাগের পর তিনি জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত হন। এরপর জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত হন। বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার কারণে রাজনৈতিক কাজ করা সম্ভব হচ্ছে না।’

বিজ্ঞাপন

এসব কারণে তিনি স্বেচ্ছায় সব রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও পার্টির সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

জাতীয় পার্টি দল থেকে পদত্যাগ পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর