Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে ইউরোপে প্রথম মৃত্যু


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৪

ইউরোপের ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এশিয়ার বাইরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। মৃত ওই নারী (৮০) পর্যটক চীনের নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আংগেস বুজান এ কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮০ বছর বয়স্ক ওই নারী চীনের হুবেই প্রদেশ থেকে এসেছিলেন। তিনি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় ২৫ জানুয়ারি।

এর আগে চীনের বাইরে হংকং, ফিলিপিন্স ও জাপানে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়।

শনিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত করোনাভাইরাসে মোট ১৫ শ মানুষের মৃত্যু হয়। এছাড়া, ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজারের বেশি। যাদের অধিকাংশই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। এই প্রদেশের উহান শহর থেকেই প্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

ইউরোপ করোনাভাইরাস করোনাভাইরাসে মৃত্যু টপ নিউজ ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর