Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ইনকাম ট্যাক্স পরিদর্শক গ্রেফতার


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হায়দার রহমান (৪১) নামে এক ভুয়া ইনকাম ট্যাক্স পরিদর্শককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পৌর এলাকার পুরাতন বাজারের চাঁপাই বুক ডিপো থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া হায়দার রহমান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বোয়ালিয়া ফকিরগঞ্জ দিলদারপাড়া এলাকার মোশাররফের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁপাই বুক ডিপোর মালিক মো. নাসিরুল ইসলামের কাছে ভুয়া ইনকাম ট্যাক্স পরিদর্শক দাবি করে এক ব্যক্তি দোকানের ট্যাক্সের ফাইল দেখতে চায়। এ সময় দোকান মালিকের সন্দেহ হলে পাশের দোকানে থাকা চাঁপাইনবাবগঞ্জ ইনকাম ট্যাক্স অফিসের কম্পিউটার অপারেটর শহিদুল ইসলামকে খবর দেন।

ওই অফিস সহকারী তাৎক্ষণিক নিশ্চিত করেন আটক ব্যক্তি ইনকাম ট্যাক্স অফিসের কোনো কর্মকর্তা নয়। পরে পুলিশকে খবর দিলে ভুয়া ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান।

গ্রেফতার ভুয়া ইনকাম ট্যাক্স অফিসার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর