করোনাভাইরাস গোপন করলে চীনে মৃত্যুদণ্ড!
১৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫১
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে বা ভুল তথ্য দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ কারণে হতে পারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও। চীনের এক আদালত এই আদেশ জারি করেছেন। খবর ডেইলি সাবাহর।
এমনকি ভ্রমণ-বিষয়ক কোনো তথ্যও গোপন করা যাবে না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেওয়া ওই আদেশে এও জানানো হয়েছে। এ ধরনের কাণ্ডে জন-নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত দেন আদালত।
চীনের বেইজিং ডেইলি এ বিষয়ে খবর ছাপিয়ে জানায়, নিয়ম অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন দণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।
দেশটির ন্যাশনাল হেলথ কমিশনও ইতোমধ্যে জ্বর, কফ ও অন্যান্য অসুস্থতা থাকলে যে কারও সড়ক, রেল আকাশপথে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ শ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার।