বুরুন্ডিতে ৬ গণকবরে ৬ হাজার লাশ!
১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫০
বুরুন্ডির কারুসি প্রদেশে ৬ গণকবরের সন্ধান মিলেছে। এসব কবরে ৬ হাজার ৩২টি মৃতদেহ রয়েছে। আরও পাওয়া গেছে কয়েক হাজার বুলেট। জামাকাপড়, চশমা ও অলংকার যাচাই করে কয়েকজনের লাশ শনাক্ত করা গেছে। খবর আল-জাজিরার।
দেশটির ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন চেয়ারম্যান পিয়েরা ক্লেভার নাদায়াকেরি সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। ১৯৭২ সালে হুতু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো গণহত্যার এই নজির বলে ভাবা হচ্ছে। বুরুন্ডি দশকের পর দশক উপনিবেশিক শোষণ ও গৃহযুদ্ধে ভুগেছে।
১৮৮৫ সালের উপনিবেশিক শাসন হতে ২০০৮ সাল পর্যন্ত সব রকম গণহত্যার তদন্ত করছে বুরন্ডির সরকারি কর্তৃপক্ষ। এ ব্যাপারে ২০১৪ সালে কমিশন গঠন করা হয়। কমিশন প্রায় ৪ হাজার গণকবরের সন্ধান পেয়েছে। পরিচয় নিশ্চিত করেছে ১ লাখ ৪২ হাজার ভুক্তভোগীর।
বুরুন্ডি হুতু ও তুতসি জাতিভেদে বিভক্ত। উভয় গোষ্ঠীর সংঘাত নির্মূলের আগে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।