Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জামিন দেওয়ার এখতিয়ার আদালতের: ওবায়দুল কাদের


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৭

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। এটি কোন রাজনৈতিক মামলা নয়। বিনা বিচারে তো তাকে ডিটেনশন দেওয়া হয়নি।

সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি বারবার কূটনীতিকদের কাছে ধর্না দিচ্ছেন এ প্রসঙ্গ ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা আমাদের বন্ধু। তারা আমাদের আইনের বাইরে কোনো প্রকার চাপ দিতে চাইলে মেনে নেব না। এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে। তার মানে এই নয় যে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে।’

প্যারোল নিয়ে পেছনে বিএনপির সঙ্গে কোনো সমঝোতা হচ্ছে কিনা এমন প্রশ্নের ওবায়দুল কাদের বলেন, ‘সবকিছু ওপেন সিক্রেট। কোনোটাই সিক্রেট থাকবে না, সিক্রেসির কালচার নেই।’

তেকাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোনে বলেছেন প্রধানমন্ত্রীকে জানাতে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। মানবিক কারণে মুক্তি চান, মুক্তি চাইবেন এটিই স্বাভাবিক। তার বিষয়ে কোনো গোপনীয়তা নেই যে আমি জানিয়ে অন্যায় করেছি।’

প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আমাকে তিনি কিছু বলেননি।’

প্যারোলে আবেদন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্যারোল আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখনও লিখিত এ আবেদন পাননি।’

বিজ্ঞাপন

আবেদন করলে মুক্তি দেওয়া হবে কিনা জানতে চাইলে কাদের বলেন, ‘প্যারোলের নিয়ম আছে। একটি যুক্তিযুক্ত কারণে মুক্তি পায়। প্যারোলে মুক্তি চাইলে তা যুক্তিযুক্ত কি না তা তো বিবেচনা করতে হয়।’

চট্রগ্রামে সিটি করপোরেশনে আওয়ামী লীগ নতুন প্রার্থী দিয়েছে যেটি মহিউদ্দিন–নাসির বলয় ভাঙার জন্য করা হয়েছে কিনা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘এটি কোনো বলয়ের বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে, আমরা চেইঞ্জ করেছি, প্রার্থীর গ্রহণযোগ্যতা বিবেচনা করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে দীর্ঘদিনের ত্যাগী নেতা রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার খুবই ক্লিন ইমেজ সে কারণে মনোনয়ন দেওয়া হয়েছে।’

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী আসছেন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী আমন্ত্রিত হতে পারেন। চিঠি যেহেতু ফরেন মিনিস্ট্রি পাঠিয়েছে তারা ভালো বলতে পারবে।’

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে বলব ব্যাপারটি তদন্ত করে দেখতে। কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আদালত ওবায়দুল কাদের খালেদা জিয়া প্যারোলে মুক্তি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর