করোনা সুরক্ষায় ঢাকা-বেইজিং সহযোগিতা বিনিময়
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১২
ঢাকা: করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ঢাকা-বেইজিং একে অপরকে সহযোগিতা করছে। চীনকে হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক, গাউন ও হাত মোজা পাঠাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশকে করোনা চিহ্নিত করতে ৫০০ উপকরণ (কিটস) পাঠাচ্ছে চীন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এই তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘চীন সরকার খুব ভালোভাবে করোনাভাইরাস মোকাবিলা করছে। ভাইরাসটি যাতে ছড়াতে না পারে এ জন্য দেশটি খুব শক্ত পদক্ষেপ নিয়েছে। ফলে এই ভাইরাস ছড়িয়ে পড়ার হার এখন কমতির দিকে।’
তিনি আরও বলেন, ‘চীনে করোনাভাইরাসে ব্যাপক প্রাণহানির ঘটনায় এরই মধ্যে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু প্রধানমন্ত্রী হিসেবেই নয় শেখ হাসিনা দলীয় পর্যায় থেকেও চীনের কমিউনিস্ট পার্টির প্রধানকে শোক বার্তা পাঠিয়েছেন। পাশাপাশি এই ভাইরাস মোকাবিলায় চীনকে হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক, গাউন ও হাত মোজা পাঠাচ্ছে বাংলাদেশ।’
এ সময় প্রধানমন্ত্রীর দেওয়া শোক বার্তার মূল কপি চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর হাতে তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘করোনাভাইরাস ইস্যুতে বাংলাদেশ যেভাবে পাশে থেকে চীনকে সহমর্মিতা দেখাচ্ছে এবং সহযোগিতা করে যাচ্ছে তা বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘চীন বাংলাদেশকে ৫০০ উপকরণ (কিটস) দিবে। এগুলো করোনাভাইরাস চিহ্নিত করতে কাজে লাগবে।’